কৃষির উন্নতি হয়েছে সত্যি, কিন্তু একই সাথে আমরা গোখাদ্য নষ্ট করেছি। গরুর, তথা প্রাণিকূলের নিজের খাবারের পছন্দ-অপছন্দ আছে। খামারিদের অভিব্যক্তির সাথে একাত্মতা প্রকাশ করে আমি বলতে চাই গোখাদ্য কখনও বাণিজ্যিক কোম্পানিগুলোর মুনাফার জায়গা হতে পারে না। সেই জায়গা থেকে বিএলআরআই যে নেপিয়ার নিয়ে, ঘাসভিত্তিক খাদ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমাদের মাথায় রাখতে হবে, ঘাস উৎপাদনের জায়গা পর্যাপ্ত নয়। তাই আমাদের যথাযথ পরিকল্পনা গ্রহণ করতে হবে।
"World Veterinary Day 2025" উপলক্ষে ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) কতৃক আয়োজিত একটি র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয় কেআইবিতে। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ডা.আব্দুর রহিম, সহসভাপতি, ভ্যাব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা.শফিউল আহাদ সরদার (স্বপন), আহ্বায়ক, বিভিএ।
গত ১৮ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ৫টায় রাজশাহীর তাকওয়া প্রোপার্টিজ অফিসে বাংলাদেশ লাইভস্টক সোসাইটি (বিএলএস)-এর সম্প্রসারিত কার্জনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সোসাইটির নির্বাহী কর্মকর্তা ও লাইফ মেম্বাররা উপস্থিত ছিলেন।
বর্তমানে জেনারেল( ক্ষুদ্র ও মাঝারি) ডিম উৎপাদন খামারিদের সংকট ও আর্থিক ঝুঁকি তুলে ধরতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গণমাধ্যম প্রতিনিধিদের নিকট বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের ( বি পি আই এ) আহবান।।
প্রিয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া থেকে আগত সাংবাদিক প্রতিনিধি ভাই ও বোনেরা, শুরুতে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের ( বি পি আই এ) পক্ষ থেকে আপনাদেরকে পবিত্র মাহে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানাই।
সন্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয় দেশের বিভিন্ন প্রধান মিডিয়াগুলোর সূত্র এবং আপনাদের জেলা ও উপজেলা প্রতিনিধিদের মাধ্যমে অবগত হচ্ছেন যে, বর্তমানে বাংলাদেশের হাজার হাজার ক্ষুদ্র ও মাঝারি জেনারেল লেয়ার ( ডিম পাড়া মুরগী) খামারিরা চরম আর্থিক বিপর্যয় ও হতাশার গভীরে নিমজ্জিত হয়েছেন।
Leading global specialty chemicals innovator Perstorp, a wholly-owned subsidiary of Malaysia’s PETRONAS Chemicals Group Berhad (PCG), today announced that the Animal Nutrition focused plant in Waspik, the Netherlands has officially reduced its direct emissions (Scope 1& 2) to report zero over 2024. It is the first Perstorp location with this exceptional distinction.
গত ৭ ই ফেব্রুয়ারী "রংপুর প্রাইভেট ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন "এর বার্ষিক বনভোজন " স্বপ্নপুরি,নবাবগঞ্জ, দিনাজপুর, এ অনুষ্ঠিত হয়ে গেল।
ঐদিন খুব সকাল বেলা রওনা দিয়ে ১১ টার দিকে ফ্যামিলি এবং স্পন্সর মেম্বার সহ প্রায় ১০০জন স্বপ্নপুরি পৌছায়।নাস্তা সেরে সবাই ফ্যামিলি নিয়ে বিভিন্ন রাইট এ চড়া সহ, স্বপ্নপুরির সৌন্দর্য উপভোগ করে।এদিকে সবার ঘুরাঘুরি চলার ফাঁকে বাবুর্চি দুপুরের খাবার রান্না শেষ হয়ে গেলে সবাই একসাথে খাওয়া দাওয়া সেরে ফেলি।